ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই দিনে সিরিয়ার শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
দুই দিনে সিরিয়ার শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা

ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত দুই দিনে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় শতাধিক বিমানহামলা চালিয়েছে ইসরায়েল।

হামলার লক্ষ্যবস্তু ছিল রাসায়নিক অস্ত্র উৎপাদন কেন্দ্র। ইরানি বিজ্ঞানীদের ব্যবহৃত রকেট উন্নয়ন বিষয়ক গবেষণা সাইট। ইসরায়েল দাবি করেছে, বাশার আল-আসাদের পতনের পর অস্ত্র উগ্রপন্থীদের হাতে যেন না যায়, সেজন্য তারা ব্যবস্থা নিয়েছে।

এই হামলা এমন সময় হলো যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের মজুদ থাকলে তা নিরাপদ রাখার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা ওপিসিডাব্লিও সতর্ক করেছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র মজুদের বিষয়ে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ২০১৩ সালে সিরিয়া রাসায়নিক অস্ত্র সনদে স্বাক্ষর করলেও সঠিক তথ্য দেয়নি।

সিরিয়া সরকারের ঘোষিত ১৩শ টন রাসায়নিক অস্ত্র ওপিসিডব্লিউ ও জাতিসংঘ ধ্বংস করেছিলো। তা সত্ত্বেও রাসায়নিক অস্ত্র হামলা দেশটির অব্যাহত আছে। সোমবার ওপিসিডব্লিউ জানিয়েছে তারা রাসায়নিক অস্ত্র ও স্থাপনার নিরাপত্তার বিষয়ে সিরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে।

২০১৩ সালে দামেস্কে রাসায়নিক অস্ত্র হামলায় ১৪০০ মানুষ নিহত হয়। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত সিরিয়ার গৃহযুদ্ধে ১০৬ বার রাসায়নিক অস্ত্র ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।