ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস জাতিসংঘে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস জাতিসংঘে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। আল জাজিরা এ খবর জানায়।

 

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৫৮টি। বিপক্ষে ভোট দেয় নয়টি দেশ। ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল।

এই প্রথম জার্মানি ও ইতালি গাজার যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল। এতে জি-সেভেনভুক্ত শিল্পোন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হিসেবে যুদ্ধবিরতির বিরোধিতা করল।

গাজায় শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর সমর্থন এবং ইসরায়েলে সংস্থাটির কাজ নিষিদ্ধে প্রণয়ন করা নতুন আইনের নিন্দা জানিয়ে দ্বিতীয় আরেকটি প্রস্তাব পাস হয়।  

প্রস্তাবটির পক্ষে ছিল ১৫৯টি দেশ। আর বিপক্ষে ছিল নয়টি দেশ। ১১টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবগুলো আইনিভাবে বাধ্যতামূলক না হলেও এগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি বৈশ্বিক মতামতকে প্রতিফলিত করে।  

যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে, আর্জেন্টিনা, চেক রিপাবলিক, হাঙ্গেরি, ইসরায়েল, নাউরু, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে, টোঙ্গা ও যুক্তরাষ্ট্র।  

জাতিসংঘে দুই দিনব্যাপী আলোচনা শেষে দুটি প্রস্তাবের ভোট অনুষ্ঠিত হয়। বক্তারা তাতে ইসরায়েলের ১৪ মাসের গাজার যুদ্ধের অবসানের আহ্বান জানান। এই যুদ্ধের ফলে কমপক্ষে গাজায় অন্তত ৪৪ হাজার ৮০৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত এক লাখ ছয় হাজার ২৫৭ জন।

ভোটের আগ মুহূর্তে ইসরায়েলের জাতিসংঘে রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন, প্রস্তাবের সমর্থকেরা হামাসকে সহযোগিতা করছে এবং তাদের সিদ্ধান্তের মাধ্যমে গোষ্ঠীটির কার্যক্রমে সমর্থন জানাচ্ছে।

হামাস একটি বিবৃতি প্রকাশ করে জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার গোষ্ঠীটি বলেছে, তারা সবসময় যুদ্ধবিরতির দিকে নিয়ে যাওয়া যে কোনো সিদ্ধান্ত বা উদ্যোগে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।