ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত  ছবিসূত্র : এএফপি

দক্ষিণ গাজায় বাস্তুচ্যুদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ ভোরে এই হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ফিলিস্তিনি চিকিৎসকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।  

চিকিৎসকদের মতে, পশ্চিম খান ইউনিসের একটি মানবিক এলাকা বা আশ্রয়কেন্দ্র আল-মাওয়াসিতে একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০জন নিহত হয়েছেন। এ ছাড়াও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজার যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েল ৪৫ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার প্রায় ২৩ লাখ অধিবাসীর বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন এবং ক্ষুদ্র উপকূলীয় অঞ্চলটির বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র : এএফপি

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।