১১৬ বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, জাপানি নারী টোমিকো ইতুকা। জাপানের হাইগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি নার্সিং হোমে মারা যান তিনি।
টোমিকো ইতুকা প্রথম বিশ্বযুদ্ধ শুরুর ও টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আগে জন্মগ্রহণ করেছিলেন।
শনিবার এক বিবৃতিতে আশিয়া শহরের মেয়র তার মৃত্যুর খবর জানান, তবে মৃত্যুর কোনো কারণ জানাননি তিনি। স্থানীয় সংবাদমাধ্যম গুলো বলছে , বার্ধক্যজনিত জটিলতার কারণে মারা গেছেন তিনি। খবর আল জাজিরা
১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার মৃত্যুর পর ইতুকাকে গত বছরের সেপ্টেম্বরে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসাবে ঘোষণা দেয়।
জাপানের পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরে ১৯০৮ সালের ২৩ মে জন্মগ্রহণ করেন ইতুকা। বাবা-মায়ের তিন সন্তানের একজন ছিলেন তিনি।
তার জীবদ্দশায় রাশিয়াকে যুদ্ধে পরাজিত করে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে জাপানের উত্থান ঘটে এবং এশিয়ার মূল ভূখণ্ডে সম্প্রসারণ শুরু হয় দেশটির। তাছাড়া নিজ দেশকে এশীয় ঔপনিবেশিক সাম্রাজ্য হিসেবে আবির্ভূত হতে দেখেছেন তিনি।
বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে জাপানের পরাজয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য আর শিল্পখাতের সম্প্রসারণ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবারও নিজ দেশের উত্থান দেখে গেছেন ইতুকা।
বিশ্বযুদ্ধের আগে জাপানে বেড়ে ওঠা ইতুকা দেশটির টেক্সটাইল কোম্পানির মালিক কেনজি ইতুকাকে বিয়ে করেন। তার দুই মেয়ে ও দুই ছেলে ছিল। বিয়ের ৫১ বছর পর ১৯৭৯ সালে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর ওসাকার বাইরের আশিয়া শহরে চলে যান ইতুকা।
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
এমএম