ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২৫

বাকুবা: যুদ্ধবিধ্বস্ত ইরাকের দিয়ালা প্রদেশে শুক্রবার একটি দোকানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে। পুলিশ সূত্রে এ কথা জানাগেছে।

খবর আইএএনএস’র।

রাজধানী বাগদাদের ৫৭ কিলোমিটার  উত্তরাঞ্চলে বাকুবা শহরে বালাদরুজ জেলার ওই হামলার ঘটনা ঘটে।  

বালাদরুজ জেলায় বেশিরভাগ অধিবাসী শিয়া মুসলিম। আক্রান্ত এলাকায় কারফিউ জারি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

এদিকে বাকুবা অঞ্চল আল কায়দার শক্তঘাঁটি হিসেবে পরিচিত। গত কয়েক সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলা। সাধারন জনগণ ও সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর প্রায়ই বিদ্রোহীরা এধরনের হামলা চালিয়ে থাকে।  

ইরাকে বর্তমানে ৫০ হাজার মার্কিন সেনা রয়েছে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।