ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো গ্রিনল্যান্ডের প্রতি তার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

শনিবার(২৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের বিশেষায়িত উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চলটির নিয়ন্ত্রণ বুঝে পাবে।

তিনি বলেন, আমি মনে করি আমরা এটি পেতে যাচ্ছি এবং দ্বীপটির ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চায়। খবর বিবিসি

ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যার কয়েক ঘণ্টা আগেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন ট্রাম্পকে ফোনে স্পষ্ট করে জানিয়েছেন,গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়।  

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, আমি মনে করি মানুষ (গ্রিনল্যান্ডবাসী) আমাদের সঙ্গে থাকতে চায়। আমি জানি না ডেনমার্কের কী দাবি আছে, কিন্তু যদি তারা এটি হতে না দেয় তবে এটি একটি খুব শত্রুতাপূর্ণ কাজ হবে কারণ এটি (গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করা) মুক্ত বিশ্বের সুরক্ষার জন্য।

তিনি বলেন, আমরা গ্রিননল্যান্ড পেয়ে যাব কারণ এটি সঙ্গে যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের স্বাধীনতা সম্পর্কিত, তবে বাস্তবতা হচ্ছে আমরা সেই স্বাধীনতা দিতে পারি, তারা (ডেনমার্ক) পারে না।

২০১৯ সালে, ট্রাম্প প্রথমবারের মতো গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব করেছিলেন এবং তখন থেকেই তিনি এই অঞ্চলের নিয়ন্ত্রণকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘একটি আবশ্যকতা’ বলে মনে করেন।

তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রধানমন্ত্রী উভয়েই আগেই বলেছেন, দ্বীপটি বিক্রয়ের জন্য নয়।  

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে বছেলেন, এই অঞ্চলের ভূমির ব্যবহার গ্রিনল্যান্ডের আভ্যন্তরীণ বিষয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও খনিজ সম্পদ নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনও বলেছেন, গ্রিনল্যান্ড শুধুমাত্র গ্রিনল্যান্ডবাসীদেরই এবং শুধুমাত্র স্থানীয় জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা রাখে।  

এই পরিস্থিতিতে, ট্রাম্পের মন্তব্যগুলো আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং গ্রিনল্যান্ডবাসীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬,২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।