ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পার্সেল বোমা হামলা পরিকল্পনা॥ ইয়েমেনে নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
পার্সেল বোমা হামলা পরিকল্পনা॥ ইয়েমেনে নারী আটক

দুবাই: যুক্তরাষ্ট্রগামী দুটি বিমান থেকে পার্সেল বোমা হামলা পরিকল্পনার ঘটনায় ইয়েমেনের পুলিশ শনিবার একজন নারীকে আটক করেছে। এই পরিকল্পনার সঙ্গে আল কায়েদা জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।



দুবাই ও ব্রিটেনে পৃথক দুটি বিমানে পার্সেলের মধ্যে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। এ ঘটনায় আন্তর্জাতিক স্তরে ব্যাপক নিরাপত্তা সতর্কতা নেওয়া হয়েছে।

ইয়েমেনের প্রতিরা মন্ত্রী বলেন, বিস্ফোরক দ্রব্যভর্তি ওই পার্সেল দুটি এই নারী পাঠিয়েছেন এমন সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় তার বাড়ি।

ইয়েমেনের কর্মকর্তারা শনিবার আরও ২৬টি এরকম পার্সেল আটক করার ঘোষণা দিয়েছেন।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সন্দেহ প্রকাশ করে বলেন, আল কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলা চালিয়েছে। একিউএপি ইয়েমেনভিত্তিক ওসামা বি লাদেনের জঙ্গী বাহিনী। ওবামা আল কায়েদাকে ধ্বংস করারও অঙ্গীকার করেন।

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ জানান, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছ থেকে শোনার পর ওই নারীর বাড়ি ঘেরাও করার আদেশ দেন তিনি। তবে ঘরোয়া ব্যাপারে বিদেশিদের নাক না গলানোর জন্যও বলেন তিনি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, এই বোমায় আল কায়েদার স্বতন্ত্র ছাপ (হলমার্ক) রয়েছে।

দুবাইয়ের পুলিশপ্রধান জেনারেল দাহি খালফান বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি পার্সেল বোমা। এর মাধ্যমে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটতে পারত। ’ মাঝপথে এই বোমা সনাক্ত না করতে পারলে এই বোমা বিস্ফোরিত হতে পারত বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।