ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

সুইডেনে বয়স্ক-শিক্ষা কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
সুইডেনে বয়স্ক-শিক্ষা কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ১০

সুইডেনের একটি বয়স্ক শিক্ষা কেন্দ্রে বন্দুকহামলার ঘটনায় প্রায় ১০ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন।  

পুলিশ জানিয়েছে, তাদের বিশ্বাস হামলাকারী নিহতদের মধ্যেই রয়েছে এবং তিনি পুলিশের কাছে পরিচিত ছিলেন না।

তবে তার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু স্পষ্ট হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একাই এই হামলা চালিয়েছেন।

এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত চারজনের অস্ত্রোপচার চলছে। পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রথমে পুলিশের রিপোর্টে পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হলেও পরে স্থানীয় গণমাধ্যমে নিহতের সংখ্যা আরও বেশি বলে জানানো হয়। শেষ পর্যন্ত, পুলিশ নিশ্চিত করেছে যে নিহতের সংখ্যা প্রায় ১০ জন। যদিও তারা এখনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে পারেনি।

তদন্তকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী উদ্দেশ্যের যোগসূত্র নেই।

ঘটনাটি ঘটে দুপুর স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে রিসবার্গস্কা স্কুলে, যা মূলত প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা কেন্দ্র। এটি একটি বড় ক্যাম্পাসের অংশ যেখানে সাধারণত  যারা আগে তাদের প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি তারা পড়াশোনা করেন।

এই ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে হাসপাতালগুলো। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে, যাতে এর প্রকৃত কারণ উদঘাটন করা যায় এবং ভবিষ্যতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।