ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত অ্যান্ড্রু গুয়েন

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হোয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে ৫০ বছর বয়সী গুয়েনকে বরখাস্ত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

সংবাদমাধ্যমটি বলছে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন একের পর এক আপত্তিকর এবং আপত্তিকর হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। হোয়াটসঅ্যাপের এসব বার্তায় ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন অ্যান্ড্রু গুয়েন - এমন অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে সংবাদমাধ্যম মেইল অন সানডে। এরপর তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে তাকে।

লেবার পার্টির হয়ে অ্যান্ড্রু গুয়েন গর্টন এবং ডেন্টনের সংসদ সদস্য।  

লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, গুয়েনকে পার্টির সদস্য হিসেবে প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে। পার্টির নিয়ম ও পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে করা মন্তব্য তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

যুক্তরাজ্যের একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ‘সরকারি পদে থাকা ব্যক্তিদের উচ্চমান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ’ এবং এই মান পূরণ করতে ব্যর্থ যেকোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না তিনি।

এদিকে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন অ্যান্ড্রু গুয়েন।  

বরখাস্ত হওয়ার পর মাইক্রোব্লগিং সাইট এক্স-এ তিনি বলেছেন, যদিও বরখাস্তের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। তারপরও আমি প্রধানমন্ত্রী এবং লোবার পার্টির এই সিদ্ধান্তকে সমর্থন জানাই। কারণ, এমন সব মন্তব্যের কারণে আমি দুঃখিত।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।