ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩১ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩১ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় রোববার (৯ ফেব্রুয়ারি) নিরাপত্তা বাহিনী ৩১ মাওবাদীকে গুলি করে হত্যা করেছে।  

ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদীবিরোধী অভিযানের সময় দুইপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় দুই নিরাপত্তা কর্মীও আহত হন।

দেশটির সরকারি বিবৃতি অনুসারে, দুইজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। তবে তারা বিপদমুক্ত এবং চিকিৎসার জন্য তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

জেলা রিজার্ভ গ্রুপ, স্পেশাল টাস্ক ফোর্স এবং বাস্তার ফাইটার ফোর্সের নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হলে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৩১ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় যৌথ বাহিনী একে-৪৭ রাইফেল, সেলফ লোডিং রাইফেল এবং পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করে।

কর্মকর্তারা জানান, বন্দুকযুদ্ধে নিহত মাওবাদীদের শনাক্ত করা হচ্ছে। অনুসন্ধান অভিযান চলছে এবং সংঘর্ষস্থলে আরও বাহিনী পাঠানো হয়েছে।


সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।