প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব স্টিল (ইস্পাত) ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে বিদ্যমান বাণিজ্য নিষেধাজ্ঞার আরও বিস্তৃতি ঘটল।
এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির খরচ বাড়বে। ধাতব পদার্থের বড় যোগানদাতা কানাডাসহ অন্যান্য দেশের সতর্কবার্তা উপেক্ষা করেই ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
আমদানির ওপর নির্ভরশীল মার্কিন ব্যবসায়ীরা উদ্বেগ জানালেও ট্রাম্পের মতে এ সিদ্ধান্ত দেশীয় উৎপাদন বাড়াবে। তিনি স্পষ্ট জানান, কোনো ব্যতিক্রম থাকবে না। তার মতে, তিনি নিয়মগুলোর সরলীকরণ করছেন, যা কার্যকর হবে ৪ মার্চ থেকে।
ট্রাম্প বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আমেরিকাকে আবার সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। আমাদের স্টিল ও অ্যালুমিনিয়াম দেশে উৎপাদিত হতে হবে, বিদেশে নয়।
শুল্কের কারণে ভোক্তাদের খরচ বাড়বে কি না— এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্টের জবাব, শেষ পর্যন্ত এটি সস্তা হবে। তিনি বলেন, আমাদের মহান শিল্পগুলোর আমেরিকায় ফেরার সময় এসেছে... এটি কেবল শুরু। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে ওষুধ ও কম্পিউটার চিপের ওপরও শুল্ক আরোপ করা হতে পারে।
যুক্তরাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ স্টিল আমদানিকারক দেশ, যেখানে কানাডা, ব্রাজিল ও মেক্সিকো এর প্রধান তিনটি সরবরাহকারী। সোমবার রাতে কানাডার উদ্ভাবনবিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন এই শুল্ককে সম্পূর্ণ অযৌক্তিক বলে আখ্যা দেন।
২০১৮ সালে প্রথম মেয়াদে ট্রাম্প স্টিলের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া, কানাডা ও মেক্সিকোসহ অনেক দেশের জন্য শুল্ক ছাড়ের ব্যবস্থা করেন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আরএইচ