ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের গাজা প্ল্যানের বিপক্ষে নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ ইহুদির বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ট্রাম্পের গাজা প্ল্যানের বিপক্ষে নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ ইহুদির বিজ্ঞাপন

গাজা থেকে ২০ লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার বিতর্কিত পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ৩৫০ জনেরও বেশি রাব্বি (ইহুদি ধর্ম যাজক) এবং ইহুদি ব্যক্তিত্ব ও কর্মীরা নিউ ইয়র্ক টাইমসে পত্রিকায় একটি পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করেছে।  

বিজ্ঞাপনটিতে বিভিন্ন ইহুদি ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা ছাড়াও টনি কুশনার, ইলানা গ্লেজার, হোয়াকিন ফিনিক্স এবং পিটার বেইনার্টের মতো বিশিষ্ট ব্যক্তিরা সই করেছেন।

 

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বিজ্ঞাপনটিতে লেখা ছিল- ট্রাম্প গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের অপসারণের আহ্বান জানিয়েছেন। ইহুদি জনগণ 
এই জাতিগত নির্মূলকে ‘না’ বলছে।  

এই নেতারা তাদের নৈতিক অবস্থান স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার যে কোনো পরিকল্পনা ইতিহাসের অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য।

‘ইন আওয়ার নেইম’ ক্যাম্পেইনের এর পরিচালক কোডি এডগারলি এই বিজ্ঞাপনের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।  

তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য আমাদের বার্তা হলো- আপনারা একা নন, আমাদের মনোযোগ কখনও কমেনি এবং আমরা গাজায় জাতিগত নির্মূল বন্ধ করতে আমাদের প্রতিটি শ্বাস নিয়ে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিনিয়র রাব্বি টোবা স্পিৎসার এই ধরনের প্রস্তাবকে হিটলারের জার্মানিকে ইহুদিমুক্ত করার সঙ্গে তুলনা করে বলেন, আমরা জানি এই ধরনের কল্পনাগুলো কী ধরনের সহিংসতায় পরিণত হতে পারে।  

বাংলাদেশ সময়:১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।