গাজায় আরও তিনজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মধ্যে রয়েছেন আলেকজান্ডার ট্রুফানভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন।
মুক্তির আগে বন্দীদের হামাসের সদস্যরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনে। এরপর তাদের একটি মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে জনতার সামনে তাদের প্রদর্শন করা হয়।
মুক্তিপ্রাপ্ত তিনজনের পরিবারের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আত্মীয়রা তাদের প্রিয়জনদের ফিরে পেয়ে উল্লাস প্রকাশ করেন। এই মুহূর্তটি তাদের জন্য ছিল অত্যন্ত আবেগঘন এবং স্বস্তিদায়ক।
এই তিন বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েল আজ ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ভাবছে বলে জানা গেছে।
উত্তর গাজায় বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন বিলম্ব করা হচ্ছে, একই সঙ্গে উপতক্যার বিভিন্ন এলাকায় বোমা ফেলা ও গুলি ছোড়া এবং একই সঙ্গে মানবিক সহায়তা আসতে বাধা দেওয়ার অভিযোগে বন্দী মুক্তি স্থগিত করেছিল হামাস।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি বজায় রাখতে সক্ষম হয়।
এদিকে, হামাস জানিয়েছে যে তারা আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করতে পারে। এই আলোচনার লক্ষ্য হবে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করা। এই আলোচনা শান্তি প্রক্রিয়ায় একটি নতুন দিক খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এমএম