গাজায় তিন বন্দিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েলি কারাগারে বন্দি ৩৩৩ জন ফিলিস্তিনিকে ফিরিয়ে দিয়েছে ইসরায়েল।
কয়েকদিন ধরে চলমান উত্তেজনাপূর্ণ আলোচনার পর হামাস ষষ্ঠবারের মতো এই বন্দি বিনিময় করল।
গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ বন্দি বিনিময় করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
কাতারভিত্তিক গণমাধ্যমটি বলছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসের একটি বহর দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে এসে থামে। বাস থেকে এক এক করে ফিলিস্তিনি নামেন। তাদের জন্য আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন স্বজন-প্রিয়জনরা। তারা মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানিয়েছেন। দীর্ঘসময় পর স্বজনকে পেয়ে পরিবারের সদস্যরা জড়িয়ে ধরেন। এক আবেগঘন এবং স্বস্তিদায়ক পরিবেশের সৃষ্টি হয়।
হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত এই ৩৩৩ জন গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছিল তাদের। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত।
এর আগে তিনজন ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস। তারা হলেন - আলেকজান্ডার ট্রুফানভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন। মুক্তিপ্রাপ্ত তিনজনের পরিবারের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আত্মীয়রা তাদের প্রিয়জনদের ফিরে পেয়ে উল্লাস প্রকাশ করেন। এই মুহূর্তটি তাদের জন্য ছিল অত্যন্ত আবেগঘন এবং স্বস্তিদায়ক।
এদিকে, হামাস জানিয়েছে যে তারা আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করতে পারে। এই আলোচনার লক্ষ্য হবে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করা। এই আলোচনা শান্তি প্রক্রিয়ায় একটি নতুন দিক খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসএএইচ