যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বের কিছু অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সড়ক ও বাড়িঘর পানির নিচে তলিয়ে অন্তত নয়জনের প্রাণ গেছে। খবর বিবিসির।
কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, তার অঙ্গরাজ্যে আটজনের প্রাণ গেছে। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত দেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শত শত মানুষ বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে আটকে পড়েন। অনেকেই নিজেদের গাড়ির ভেতর আটকে ছিলেন। তবে তাদের উদ্ধার করা হয়। অনেক গাড়ি পানিতে ভেসে যেতে দেখা যায়।
গভর্নর বেশিয়ার বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে সড়ক থেকে দূরে থাকুন এবং নিরাপদে থাকুন।
জর্জিয়ায় আরও একজনের প্রাণ গেছে। এক ব্যক্তি বিছানার ওপর শুয়ে ছিলেন। গাছ উপড়ে তার বাড়ির ওপর পড়লে তিনি মারা যান।
রোববার কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য ঝড়ের বিভিন্ন মাত্রার সতর্কতা সংকেতের আওতায় ছিল।
রোববার রাতে এই আটটি অঙ্গরাজ্যে পাঁচ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল। প্রায় সবগুলো রাজ্যই গত সেপ্টেম্বর মাসে হারিকেন হেলেনের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
আরএইচ