ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে ৩ বাসে বিস্ফোরণ, পুলিশের ধারণা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
ইসরায়েলে ৩ বাসে বিস্ফোরণ, পুলিশের ধারণা হামলা

ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে। দেশটির পুলিশের ধারণা, এটি সন্ত্রাসী হামলা হতে পারে।

খবর বিবিসির।

পুলিশ জানায়, আরও দুটি বাসে থাকা ডিভাইস বিস্ফোরিত হয়নি। ঘটনাস্থলে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সন্দেহভাজনদের খুঁজছে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহনমন্ত্রী মিরি রেগেভ বিস্ফোরক ডিভাইস শনাক্তের জন্য দেশজুড়ে বাস, ট্রেন ও লাইট রেল ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি পার্কিং লটে একটি বাস দাউ দাউ করে জ্বলছে, আর ওপরে ঘন ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে।

পুলিশ জানায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের মুখপাত্র আরিয়ে দোরন জানান, কর্মকর্তারা তেল আবিবে আরও বিস্ফোরক ডিভাইস খুঁজে বের করার চেষ্টা করছেন।

চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের বাহিনী এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে। যেকোনো সন্দেহজনক ব্যাগ বা বস্তু দেখলেই সতর্ক থাকতে হবে এবং দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অবিস্ফোরিত ডিভাইসগুলোর মধ্যে একটির ওজন ছিল পাঁচ কেজি এবং এতে লেখা ছিল—তুলকারেমের প্রতিশোধ, যা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের দিকেই ইঙ্গিত দিচ্ছে।
 
বিস্ফোরণের ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, তিনি সেনাবাহিনীকে পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে অভিযান আরও জোরালো করার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে বলে তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।