ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

সার্ক কার্যকর করা প্রসঙ্গে যা বলল ভারত

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
সার্ক কার্যকর করা প্রসঙ্গে যা বলল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ঢাকা: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে কার্যকর করতে পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারত অবস্থান ব্যাখ্যা করেছে। এই জোট ঝিমিয়ে পড়ার জন্য পাকিস্তানকেই ইঙ্গিত করে দোষারোপ করেছে তারা।

সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বৈঠক হয়। সেখানে তারা দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই বৈঠকের আলোচনা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সার্ক কার্যকর করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে জানিয়ে জয়সওয়াল বলেন, দক্ষিণ এশিয়ার সবাই অবগত যে ঠিক কী কারণে বা কোন দেশ সার্ককে বাধাগ্রস্ত করছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তারপর থেকে এই সরকার সার্ক কার্যকর কথা বলে আসছে।

মূলত ভারতের সঙ্গে পাকিস্তান তিক্ত সম্পর্কের জেরে সার্ক অকার্যকর বলে বিশ্লেষকরা মনে করেন। ২০১৪ সালের পর আর কোনো শীর্ষ সম্মেলন হয়নি সম্ভাবনাময় এ জোটের।

মাস্কাটের বৈঠকে জয়শঙ্কর পররাষ্ট্র উপদেষ্টার কাছে ‘বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ না করে’ সে বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন।

জয়সওয়াল পররাষ্ট্রমন্ত্রীরই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক না করে তোলে। ’

দিল্লির আস্থাভাজন হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ বিষয়ে নাখোশ। তারা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগসহ নানা ইস্যুতে বিবৃতি দিচ্ছে। অন্যদিকে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, সীমান্তে হত্যাসহ নানা বিষয়ে বাংলাদেশও দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়ে আসছে।  

এছাড়া অভ্যুত্থানে প্রায় দেড় সহস্রাধিক মানুষকে হত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠাতেও দিল্লির কাছে আহ্বান জানিয়ে আসছে ঢাকা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি তারা।

মুখপাত্র জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।