ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে অনুপ্রবেশকালে গুলিতে ভারতীয় নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
ইসরায়েলে অনুপ্রবেশকালে গুলিতে ভারতীয় নাগরিক নিহত

জর্ডান থেকে অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করার সময় জর্ডানিয়ান সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক।

নিহত ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা।

তিনি কেরালার থুম্বার বাসিন্দা। ৪৭ বছর বয়সী পেরেরা পর্যটক ভিসায় জর্ডানে আসার পর ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন।

গত ১০ ফেব্রুয়ারি পেরেরা এবং তার আত্মীয় এডিসন, একই পথে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন এবং গুলিবিদ্ধ হন, তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান এডিসন। চিকিৎসার পর তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

জর্ডানে ভারতীয় দূতাবাস রবিবার এক বিবৃতিতে এই দুঃসংবাদ জানিয়ে বলেছে, একজন ভারতীয় নাগরিকের দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত।

দূতাবাস আরও জানায়, তারা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মরদেহ দেশে ফেরানোর জন্য জর্ডানিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

এই মর্মান্তিক ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন পশ্চিম তীরসহ পুরো অঞ্চলে সহিংসতা বেড়ে চলেছে এবং ইসরায়েল-হামাস যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।