ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন সরকার গঠনে অগ্রগতি জার্মানিতে, বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা

সাগর আনোয়ার, জার্মানি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
নতুন সরকার গঠনে অগ্রগতি জার্মানিতে, বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা

ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও সোশাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতৃত্বেই জার্মানিতে নতুন সরকার হচ্ছে। জোট সরকারের ধরন, অভিবাসন আইন বিষয়ে নীতিগত আলোচনার পর এখন সরকার গঠনের চূড়ান্ত আলোচনা শুরুর দ্বারপ্রান্তে দুই দলের নেতারা।

 

দল দু‘টির নেতারা জানিয়েছেন, সরকার গঠনের চূড়ান্ত আলোচনার জন্য তারা আর কয়েক গজ দূরে রয়েছেন। তবে মাত্র দু‘টি দল নিয়ে সরকার গঠন চূড়ান্ত হওয়ার খবরে নাখোশ জার্মানির অপরাপর দলগুলো। রোববার ( ৯ মার্চ) জার্মানির গণমাধ্যম ও রাজনীতির ওয়াকিবহাল সূত্র এমনটাই জানিয়েছেন।  

সিডিইউ-সিএসইউ সংসদীয় দলের নেতা ও জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স বলেছেন, আমরা জোট সরকার গঠনের কাছাকাছি রয়েছি। এছাড়া তিনি ৫০০ বিলিয়ন ইউরোর জার্মানির প্রতিরক্ষা ও অবকাঠামো উন্নয়নের বাজেট প্রণয়নের ঘোষণাও দিয়েছেন, যা জার্মানি ও ইউরোপের রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করছে। গণমাধ্যম জানিয়েছে, জার্মান আগের মতো সামরিক শক্তিতে বলিয়ান হতে চাচ্ছে।  

অন্যদিকে গ্রিন পার্টির অভিযোগ, শুধুমাত্র সিডিইউ এবং এসপিডি জোট সরকার হলে তারা এই অর্থ কেবল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ব্যবহার করবে।  

গ্রিন পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা ব্রান্টনার বলেন, আমরা দেখতে পাচ্ছি যে ৫০০ বিলিয়ন ইউরো অবকাঠামো প্রকল্পের জন্য নয়, বরং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য তৈরি করা হচ্ছে।  

তিনি আরো বলেন, (সিডিইউ) কালো- (এসপিডি) লাল জোট রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের কঠিন পরিস্থিতির সুযোগ নিচ্ছে।  

প্রসঙ্গত, ৫০০ বিলিয়ন ইউরো প্যাকেজ পরিকল্পনা বাস্তয়বায়নের জন্য জার্মানির সম্ভাব্য দ্বিদলীয় কালো-লাল জোটকে গ্রিন পার্টির সহযোগিতা নিতে হবে। কেননা, এই ঋণ অনুমোদনের জন্য বর্তমান সংসদের সংসদীয় অধিবেশনে দুই তৃতীয়াংশ সদস্যের ভোট প্রয়োজন। আর গ্রিন পার্টির সমর্থন ছাড়া এই ঋণ ছাড় সম্ভব নয়।   

সম্ভাব্য জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স বলেছেন, তিনি প্রতিরক্ষা, জলবায়ু ও অবকাঠামোর জন্য বিলিয়ন ইউরোর এই আর্থিক প্যাকেজে সমর্থনের জন্য গ্রিনদের দাবি মেনে নেবেন।  

তিনি আরো বলেন, আমরা গ্রিনদের সাথে সংবেদনশীল এবং খোলামেলাভাবে কথা বলছি। আগামী সপ্তাহে গ্রিন পার্টির দাবিগুলো তিনি শুনবেন।

নতুন সরকারের বাজেট পরিকল্পনার সমালোচনা করেছে জার্মানির বামদলগুলোও। তারা এই বাজেটকে খরচের ‘খোলা চেকবই’ বলে অভিহিত করেছেন। রক্ষণশীল এএফডি (অলটারনেটিভ ফর জার্মানি) ও এফডিপি ও (ফ্রি ডেমোক্রেটিক পার্টি) নতুন বাজেট পরিকল্পনার সমালোচনা করেছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।