ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কম্বোডিয়া: পুরনো মার্কিন ঋণ পরিশোধের আহ্বান হিলারির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০
কম্বোডিয়া: পুরনো মার্কিন ঋণ পরিশোধের আহ্বান হিলারির

নমপেন: কম্বোডিয়ার নেওয়া ১৯৭০-র দশকের ৪০ কোটি ডলারেরও বেশি মার্কিন ঋণ পরিশোধের জন্য বিকল্প উপায় নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন এ কথা বলেন।



১৯৭০ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত অভ্যুত্থানে কম্পোডিয়ার তৎকালীন সেনাপ্রধান জেনারেল লন নলকে কম সুদে এই ঋণ দেওয়া হয়েছিলো।

নমপেনে আয়োজিত একটি বৈঠকে কিনটন কম্বোডিয়ার তরুণ সম্প্রদায়ের সামনে বলেন, ‘এই ঋণ কেবল আর্থিক নয়: এটা একইসঙ্গে রাজনৈতিক, কৌশলগত ইঙ্গিতও বহন করে। ’

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এই ‘নোংরা ঋণ’ বাতিলের আহ্বান জানান। এ ব্যাপারে তিনি বলেন, ১৯৭০-র দশকে শুরুতে খেমার রুজ বাহিনীর উদ্দেশে যে বোমা ফেলা হয়েছিলো, সেই বোমা পড়েছিলো আমাদের মাথায়। আর সেই বোমা ফেলার জন্যই এই ঋণসহায়তা দেওয়া হয়েছিলো। ’

গত সেপ্টেম্বর একটি ভাষণে তিনি বলেন, ‘আমি এই ঋণ বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। ’

সোমবার হুন সেনের সঙ্গে আলোচনায় কিনটন বলেন, এই অত্যন্ত পুরনো ঋণ কিভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে কথা বলব।

কম্বোডিয়ার সরকারকে অন্তত কিছু পরিশোধ করতে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আপনারা কিছু পরিশোধ করতে পারেন, কিছু পরিবেশ রার জন্য, কিছু শিার জন্য ঋণ হিসেবেও নিতে পারেন। ’

লন নলের প্রধান অর্থনৈতিক ও কম্বোডিয়ার সামরিক শাসনের সমর্থক ছিলো যুক্তরাষ্ট্রের। ১৯৭৫ সালের এপ্রিলে খেমার রুজ আন্দোলনের মাধ্যমে সামরিক শাসনকে উৎখাত করা হয়।

আনুষ্ঠানিকভাবে এই ঋণসহায়তা দেওয়া হয়েছিলো দেশের কৃষি ও পণ্য রপ্তানি খাত উন্নত করার জন্য।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।