ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

কেনেডি হত্যাকাণ্ড নিয়ে ৮০ হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
কেনেডি হত্যাকাণ্ড নিয়ে ৮০ হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি প্রেসিডেন্ট জন এফ কেনেডি (জেএফকে) হত্যাকাণ্ড। দীর্ঘ ছয় দশক ধরে এই হত্যাকাণ্ডের রহস্য অমীমাংসিতই থেকে গেছে।

তবে এবার সেই রহস্য ভেদ হবে বলে মনে হচ্ছে। কেননা, জন এফ কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত নথি প্রকাশ করবেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ মার্চ) ৮০ হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

সোমবার কেনেডি সেন্টারে এক ভাষণে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ফাইলগুলোয় যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতির হত্যাকাণ্ড সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। যা ছয় দশকেরও বেশি সময় ধরে ষড়যন্ত্র তত্ত্বকে উসকে দিয়েছে।

ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি না যে আমরা কিছু সংশোধন করতে পারব। আমি বলেছিলাম, এটা সংশোধন করো না, কেউ সংশোধন করতে পারবে না।

জন এফ কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত নথিতে কি আছে, ট্রাম্প তা দেখেছেন কিনা সাংবাদিকরা প্রশ্ন করেন। উত্তরে তিনি বলেন, আমি জানি সেগুলোয় কি আছে। এটি খুব কৌতূহলোদ্দীপক হতে যাচ্ছে।

চলতি বছর জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর জন এফ কেনেডি, রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকারের প্রতীক মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডে সম্পর্কিত ফাইল প্রকাশের আহ্বান জানিয়ে একটি নির্বাহী আদেশ দেন ট্রাম্প। আদেশের অধীনে তিনি কেনেডি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ নথি প্রকাশের জন্য জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ডকে ১৫ দিনের মধ্যে একটি পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেন।

গত ফেব্রুয়ারিতে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) জানায়, তারা অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডে সম্পর্কিত প্রায় ২ হাজার ৪০০টি নতুন তালিকাভুক্ত ও ডিজিটালাইজড ফাইল উদ্ধার করেছে। এর আগে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে এসব নথির সম্পর্ক আছে বলে কেউ ধারণা করেনি।

২০২৩ সালের গ্যালাপের এক জরিপে ৬৫ শতাংশ মার্কিন নাগরিক বলেছিলেন, লি হার্ভে অসওয়াল্ড একাই জন এফ কেনেডিকে হত্যা করেছিলেন বলে ওয়ারেন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছিল, তা তারা বিশ্বাস করেন না।

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী ও রবার্ট এফ কেনেডির ছেলে রবার্ট এফ কেনেডি জুনিয়র ২০২৩ সালে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তার চাচার হত্যাকাণ্ডে সিআইএ জড়িত থাকার ব্যাপারে ‘অকাট্য’ ও ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য’ প্রমাণ রয়েছে।

১৯৬৩ সালের ২২ নভেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে টেক্সাসের ডালাসে হত্যা করা হয়। দশকের পর দশক তার হত্যাকাণ্ডকে ঘিরে মানুষের কৌতূহল ছিল। বিভিন্ন জরিপে এ হত্যাকাণ্ডের ব্যাখ্যা সম্পর্কে নানা সন্দেহ প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।