গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত ৫০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে অন্তত ২০০ জন।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শুধু বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে অন্তত ৮৫ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন মোট ৯০৯ জন।
প্রথমে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। এর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনী। এর মধ্যেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তীব্র যুদ্ধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহত্তর ও শক্তিশালী ফ্রন্ট গড়ে উঠতে পারে।
গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে নিহত হন এক হাজার ১৩৯ জন। হামাস ইসরায়েল থেকে আড়াইশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
পরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত হয়েছে এবং এক লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।
গাজার সরকারের তথ্য অফিস নিহতের সংখ্যা হালনাগাদ করে বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন ছাড়িয়েছে। তারা বলেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজ ফিলিস্তিনিকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরএইচ