থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া একটি নির্মাণাধীন ৩৩তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কয়েক শ উদ্ধারকর্মী।
জানা গেছে অন্তত ১৫ জন এখনও জীবিত অবস্থায় রয়েছেন, কিন্তু তারা ধ্বংসস্তূপের প্রায় ৫ থেকে ১০ মিটার গভীরে আটকে আছেন।
তিনি আরও জানান, ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপ আরও চাপা পড়তে পারে, তাই আপাতত তা ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবিতদের বের করে আনার জন্য ধৈর্য ও সাবধানতার সঙ্গে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
থাইল্যান্ডের অডিটর জেনারেলের জানিয়েছে, নির্মাণাধীন ভবনটিতে সকালে ৪০০ জনেরও বেশি শ্রমিক কাজে যোগ দিলেও, এখন পর্যন্ত ৩০০ জন উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকাজ এখনো চলছে, আর নিখোঁজদের পরিবার প্রিয়জনদের খোঁজে উদ্বেগের মধ্যে অপেক্ষা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপদে আরও বেশি মানুষকে বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ছয়জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনো প্রায় ১০০ জনের খোঁজ মিলছে না। নিখোঁজদের মধ্যে অনেকেই বার্মিজ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে মিয়ানমারের মানুষ কাজের সন্ধানে আসছেন। কিন্তু সাম্প্রতিক গৃহযুদ্ধের পর দেশটিতে অভিবাসী শ্রমিকের সংখ্যা আরও বেড়েছে। বর্তমানে বিশ লাখেরও বেশি বার্মিজ শ্রমিক থাইল্যান্ডে কাজ করছেন, যাদের একটি বড় অংশ নির্মাণ খাতে কর্মরত।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এমএম