যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হারে শুল্ক আরোপের বিপরীতে পাল্টা প্রতিক্রিয়া জানাল চীন। দেশটি যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত ৩৪ শতাংশ কর আরোপ করল।
চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, অতিরিক্ত শুল্ক ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। দেশটির এমন পদক্ষেপ বাণিজ্য সংকটকে আরও গভীর করবে বলে মনে করা হচ্ছে।
বুধবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হবে। চলতি বছরের শুরুতে তিনি ২০ শুল্ক আরোপ করেছিলেন। ফলে মোট শুল্কের মোট হার হবে ৫৪ শতাংশ।
চীনা কাস্টমস যুক্তরাষ্ট্রের শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান সি অ্যান্ড ডি থেকে জোয়ার, পাশাপাশি তিনটি মার্কিন কোম্পানি থেকে মুরগি ও হাড়ের গুঁড়ো আমদানি অবিলম্বে স্থগিত করেছে।
এ ছাড়া বেইজিং এপ্রিল ৪ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোশিয়াম, লুটেশিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম ইত্যাদির মতো বিরল খনিজ ধাতু রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আইন অনুযায়ী, চীন সরকারের সংশ্লিষ্ট সামগ্রীর রপ্তানি নিয়ন্ত্রণের করার উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা ও স্বার্থের সুরক্ষা আরও ভালোভাবে নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূর্ণরূপে পালন করা।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
আরএইচ/এইচএ