ঢাকা, সোমবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারতসহ ১৪ দেশের নাগরিকদের ওপর সৌদির অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
বাংলাদেশ-ভারতসহ ১৪ দেশের নাগরিকদের ওপর সৌদির অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা 

হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরব ১৪টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত করেছে।  

কূটনৈতিক সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই তাদের এক প্রতিবেদনে  জানায়, এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে।

তবে, যাদের ইতোমধ্যেই উমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশ পড়েছে সেগুলো হলো: পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা নিষেধাজ্ঞার পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, আগের বছরগুলোতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মৌসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন। এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়।

দ্বিতীয়ত, ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অননুমোদিতভাবে কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজারে বিশৃঙ্খলা তৈরি করে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সাময়িক পদক্ষেপ ভ্রমণ নীতিমালা আরও সুসংগঠিত করতে এবং হজ মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে। তারা সব ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যেন কোনো ধরনের জটিলতা বা শাস্তির মুখে পড়তে না হয়।

সতর্ক করা হয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি সৌদিতে অবৈধভাবে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে অন্তত পাঁচ বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

এই সিদ্ধান্ত সৌদি আরবের সামগ্রিক অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ানোরই ইঙ্গিত দেয়। তবে কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জুনের মাঝামাঝি থেকে আবার আগের মতো ভিসা প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।