ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপানকে সমর্থন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

ওয়াশিংটন: কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া-জাপানের চলমান বিরোধের মধ্যে টোকিওর পক্ষে সমর্থন ব্যক্ত করল যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।



রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সোমবার কুরিল দ্বীপপুঞ্জ পরিদর্শনে গেলে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে, মেদভেদেভের এই সফরকে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলছে, এটা তার দেশের অভ্যন্তরীণ ব্যাপার।

এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, ‘কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধে আমরা জাপানকেই সমর্থন জানাচ্ছি। ’ তিনি আরও বলেন, ‘সত্যিকারের শান্তি চুক্তি প্রতিষ্ঠায় ও অন্যান্য বিষয়ে  কয়েক বছর ধরে জাপান ও রাশিয়াকে উৎসাহিত করছি। ’

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিতর্কিত ভূখণ্ড রাশিয়ার অধীনে রয়েছে। এদিকে, জাপান ও উক্ত ভূখণ্ডের মালিকানার দাবী জানিয়ে আসছে ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।