হোয়াইট হাউজের অভিজাত কক্ষে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গম্ভীর চেহারা, কিন্তু আত্মবিশ্বাসী।
কিন্তু ট্রাম্পের পরবর্তী কথাগুলো যেন বজ্রাঘাত করল তার কানে। মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ করেই ঘোষণা দিলেন, আগামী শনিবার থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা শুরু হচ্ছে। কারণ যুদ্ধ নয়, চুক্তিই শান্তির পথ।
সোমবারের বৈঠক শেষে সেই ঘোষণার সময় নেতানিয়াহুর মুখের অভিব্যক্তি ছিল দেখার মতো। বিস্ময়, অস্বস্তি, আর দ্বিধায় মোড়া এক মুখ। বিশ্লেষকরা বলছেন, এ ছিল একপ্রকার কূটনৈতিক ধাক্কা— যার জন্য নেতানিয়াহু একেবারেই প্রস্তুত ছিলেন না। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার এমন ঘোষণা তাকে আগে জানানো হয়নি বলেই জানাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা।
নেতানিয়াহু মূলত ওয়াশিংটনে গিয়েছিলেন ইসরায়েলি বাণিজ্য, গাজার পরিস্থিতি এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার উদ্দেশ্যে। কিন্তু ট্রাম্পের হঠাৎ করে ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ নেতানিয়াহুর ইরান-বিরোধী অবস্থানকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।
ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করে আসছে। বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে। নেতানিয়াহু বারবার ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংসের পক্ষে ছিলেন। অথচ, ট্রাম্প এখন কূটনৈতিক সমঝোতার পথে হাঁটছেন।
এই ঘটনায় নেতানিয়াহু শুধু কৌশলগতভাবে বিপাকে পড়েননি, বরং তার রাজনৈতিক অবস্থানও দুর্বল হয়েছে। গাজার প্রসঙ্গে ট্রাম্প কোনো দৃঢ় বার্তা দেননি। বরং বলেন, আমরা চাই যুদ্ধ দ্রুত শেষ হোক। এমন অস্পষ্ট অবস্থান ইসরায়েলের জন্য মোটেও সহায়ক নয়।
বাণিজ্যিক ইস্যুতেও নেতানিয়াহু ছিলেন আশাবাদী। তিনি চেয়েছিলেন ইসরায়েলি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত ১৭ শতাংশ শুল্ক কমিয়ে আনা হোক। কিন্তু ট্রাম্প শুধু বলেন, আলোচনা চলবে।
এই সফর শেষে নেতানিয়াহু কার্যত খালি হাতে দেশে ফিরেছেন। শুধু খালি হাত নয়, তার দেশের বিশ্লেষকরা বলছেন অপমানিতও হয়েছেন প্রধানমন্ত্রী।
ইসরায়েলি গণমাধ্যমগুলো এই সফরকে ‘ব্যর্থ ও লজ্জাজনক’ বলে আখ্যা দিচ্ছে। এটি স্পষ্ট করে দেয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের বাস্তবতা এখন অনেক বেশি জটিল। ট্রাম্প তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে নেতানিয়াহুর মতামতকে গুরুত্ব নাও দিতে পারেন।
ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য সমঝোতা যদি বাস্তব রূপ পায়, তাহলে সেটি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে হতে পারে একটি কৌশলগত বিপর্যয়।
বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এমজে