ঢাকা, মঙ্গলবার, ১ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের কোন দেশে কত মার্কিন ঘাঁটি?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের কোন দেশে কত মার্কিন ঘাঁটি?

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চায় না যুক্তরাষ্ট্র। ইরান যতই বলছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ বেসামরিক; কিন্তু যুক্তরাষ্ট্র আর তার পশ্চিমা মিত্ররা বলে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি পারমাণবিক বোমা তৈরি করতে চায়।

এমন অনুমানের ওপর ভর করে দেশটিতে হামলা চালানোর প্রস্তুতিও নেওয়া যুক্তরাষ্ট্রের প্রায় শেষ।

ওমানে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে অস্থিরতা ডেকে এনেছে। সৌদি আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা দিয়ে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সুযোগ দেবে না। কিন্তু মধ্যপ্রাচ্যে, বিশেষ করে পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় অনেক আগে থেকেই ঘাঁটি গেড়ে আছে যুক্তরাষ্ট্র আর তার পশ্চিমা দোসররা।

যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে। এসবের মধ্যে কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিটি সবচেয়ে বড়। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ওই ঘাঁটি ছাড়াও সেখানে একটি সেনা ঘাঁটি আছে। সেখানে প্রচুর মার্কিন সেনা রয়েছে।

কাতারের প্রতিবেশী বাহরাইনে দুটি বিমান ঘাঁটি আর একটি নৌঘাঁটি আছে। কুয়েতে আছে একটি বিমান ঘাঁটি ও দুটি সেনা ঘাঁটি। আলোচিত হরমুজ প্রণালীর সুরক্ষার নামে সংযুক্ত আরব আমিরাতে একটি বিমান ঘাঁটি ও দুটি নৌঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরবেও যুক্তরাষ্ট্রের তিনটি বিমান ঘাঁটি, দুটি নৌঘাঁটি আর একটি সেনা ঘাঁটি আছে। ওমানে চারটি বিমান ঘাঁটি আর একটি নৌঘাঁটি আছে। ইরাক, সিরিয়া, জর্ডান, মিশর এবং জিবুতিতেও মার্কিন সামরিক ঘাঁটি আছে। ইরাকের ঘাঁটিতে এখন প্রায় আড়াই হাজার মার্কিন সেনা আছে। সিরিয়ার ঘাঁটিতে প্রায় দুই হাজার মার্কিন সেনার অধিকাংশই উত্তর–পূর্ব সিরিয়ায় অবস্থান করছে।

যেহেতু পারস্য উপসাগর সংলগ্ন মুসলিম দেশগুলো ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে না, তাই বিকল্প ব্যবস্থা হিসেবে ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের দিয়াগো গার্সিয়ার সামরিক ঘাঁটি গোছাচ্ছেন ট্রাম্প। সেখানে ছয়টি দূরপাল্লার বি-টু স্পিরিট বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এছাড়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। রণতরীটি সেখানে আগে থেকে মোতায়েন থাকা ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে যোগ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।