ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে নতুন করে বন্যায় পানিবন্দী লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
থাইল্যান্ডে নতুন করে বন্যায় পানিবন্দী লাখো মানুষ

ব্যাংকক: থাইল্যান্ডের দণিক্ষাঞ্চলের শহরগুলোতে নতুন বন্যার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় প্রায় এক লাখ মানুষ আটকে পড়েছেন। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



১০ অক্টোবর শুরু হওয়া বন্যায় থাইল্যান্ডের মধ্য ও পূর্বাঞ্চলে ইতিমধ্যে শতাধিক লোক নিহত হয়েছে। এ মুহূর্তে বন্যায় পানি বেড়ে যাওয়ায় আরও য়তির আশঙ্কা করা হচ্ছে।

হাত ইয়াই শহরের মেয়র স্থানীয় টিভি চ্যানেলকে জানান, সোমবার রাতে সঙ্খলা প্রদেশের হাত ইয়াই শহরে বন্যার পানি বাড়তে শুরু করেছে। এর কয়েকদিন আগে ভারী বর্ষণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর শিকার হয় লাখো মানুষ য়তির। তিনি বলেন, শহরের ৮০ শতাংশ অঞ্চলের ৩০ হাজার পরিবারের এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানির উচ্চতা তিন থেকে চার মিটার পর্যন্ত উঠে গেছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা বন্যাকে ‘ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত উদ্বিগ্ন, বিশেষ করে সঙ্খলা প্রদেশের সব সড়ক যোগাযোগ বন্যায় ভেসে যাওয়ায়। ’ সোমবার সঙ্খলা প্রদেশের একটি হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।