তুরস্কের রাজধানী ইস্তানবুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কম্পন ছিল রিখটার স্কেলে ৬ দশমিক দুই মাত্রার।
দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি এ খবর নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) দুপুর থেকে বিরতি দিয়ে একের পর এক ভূমিকম্পে প্রকম্পিত হয় ইস্তানবুল শহর। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কম্পনের প্রভাবে ভবনগুলো কেঁপে উঠলে বহু মানুষ বেরিয়ে রাস্তায় নেমে আসে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বসফরাস প্রণালীর দুই তীরে অবস্থিত এ শহরের বাসিন্দাদের অনেকেই এ সময় পার্কে এসে জড়ো হন। কেউ কেউ বাড়ির সিঁড়িতে বসে থাকেন। আবার অনেকে বাইরে এসে দাঁড়িয়ে থাকেন। শহরের ইউরোপীয় অংশে কয়েকটি দোকানও বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে লোকজনকে প্রবেশ না করতে অনুরোধ করেছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া।
প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটে অনুভূত হয় সিলিভরি জেলায়। এটি ছিল তিন দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ১২টা ৪৯ মিনিটে। এটি ছিল ৬ দশমিক ২ মাত্রার। গত কয়েক বছরের মধ্যে ১ কোটি ৬০ লাখেরও বেশি জনসংখ্যার শহরটিতে এটিই অন্যতম প্রবল কম্পন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি)।
আর তৃতীয়টি ছিল চার দশমিক চার মাত্রার। এটি ১২ টা ৫১ মিনিটে অনুভূত হয়েছে ইস্তানবুলের বুয়ুকসেকমেসে এলাকায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্তানবুলের পশ্চিমাঞ্চলে বুয়ুকসেকমেসে এলাকায় পরে আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলিভরি অঞ্চলে। যে জায়গাটি ইস্তাম্বুল থেকে প্রায় ৮০ কি.মি (৫০ মাইল) পশ্চিমে অবস্থিত এবং কম্পনটির গভীরতা ছিল ৬ দশমিক ৯২ কিমি (৪.৩ মাইল)।
.
স্থানীয় সংবাদমাধ্যম টিজিআরটি জানায়, তুরস্কে আজ ছিল সরকারি ছুটির দিন। এমন দিনে ভূকম্পনের ফলে এক ব্যক্তি আতঙ্কে ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে আহত হন।
ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, বেশ কয়েকটি ঝাঁকুনি অনুভূত হলেও কোনো ভবন ধসের খবর পাওয়া যায়নি। রাস্তাঘাট ও বিমানবন্দরও থেকে ক্ষয়ক্ষতির খবর শোনা যায়নি।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক এক্স বার্তায় জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসএএইচ