ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পহেলগাঁও হামলা ‘ভারতের সাজানো ছক’ — পাকিস্তানি বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
পহেলগাঁও হামলা ‘ভারতের সাজানো ছক’ — পাকিস্তানি বিশ্লেষণ

২০০৮ সালের মুম্বাই হামলার পর কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলাই ভারতে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। হিন্দু উগ্রদাদীদের চাপে থাকা ভারতীয় মুসলিমরা কাশ্মীরে এই হামলা ফলে আরো বৈষম্যের শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পহেলগাঁওয়ে ঘটনায় ভারত বরাবরের মত পাকিস্তানকে দায়ী করলেও, পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি ভারতের সাজানো একটি 'ফলস ফ্ল্যাগ অপারেশন' (ঘটনা নিজে ঘটিয়ে দায় শত্রুর ওপর চাপানো)।  

কাশ্মীরের ঘটনায় পাকিস্তানে প্রাক্তন সিনেটর ও অভিজ্ঞ পররাষ্ট্র নীতিবিদ মুশাহিদ হুসেইন সৈয়দ ভারতের ‘স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া’ বা ‘অটো-ব্লেম’ সংস্কৃতিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তার মতে, ভারত কোনো সন্ত্রাসী হামলার ঘটনার পর তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করার অভ্যাসে পরিণত করেছে।   

তিনি আরও বলেন, জাফর এক্সপ্রেসে হামলা কিংবা এখন পহেলগাঁওয়ের ঘটনাও সেই একই চেনা পথে হাঁটছে— তদন্তের আগেই দায় চাপানো। এটা ভারতের পুরোনো অভ্যাস হয়ে গেছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মুহাম্মদ আলী মনে করেন, পহেলগাঁওয়ের হামলাকে ভারতের ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবে আখ্যায়িত করার যথেষ্ট যুক্তি রয়েছে। তার ভাষায়, এ ধরনের হামলার মাধ্যমে ইসলাম, পাকিস্তান ও কাশ্মীরিদের বদনাম করা হয় এবং ভারতের আভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপপ্রয়াস।

প্রতিরক্ষা বিষেশজ্ঞ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আহমেদ সাঈদ মিনহাসে মতে, এ হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে ভারতীয় মিডিয়া। অথচ হামলার স্থান ভারত-অধিকৃত কাশ্মীরের ৪০০ কিলোমিটার ভেতরে।

তিনি আরও উল্লেখ করেন, ২০১৯ সালে ভারতীয় পাইলট অভিনন্দনকে ফেরত দিয়ে পাকিস্তান সংযম দেখিয়েছিল। অথচ ভারতের প্রতিক্রিয়া বারবার একতরফা, অপ্রমাণিত ও আগ্রাসী।

পাকিস্তানি বিশ্লেষকদের মতে, এমন ‘অভ্যাসগত দোষারোপ’ দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি, বাস্তব সমস্যা থেকে নজর সরিয়ে নেয়ার কৌশল হিসেবেই কাজ করছে।

সূত্র: জিও নিউজ

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ