ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ওবামার দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ওবামার দল

ওয়াশিংটন: এবারের মধ্যবর্তী নির্বাচনে বারাক ওবামার প্রশাসন কংগ্রেসের অন্তত একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি, বিবিসি, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর।



মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিয়ে যাচ্ছেন।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের প্রয়োজন ১০টি আসন। আর প্রতিনিধিসভায় প্রয়োজন ৩৯টি।

মার্কিন কংগ্রেসের দুটি কক্ষ। উচ্চকক্ষের নাম সিনেট, নিম্নকক্ষের নাম প্রতিনিধিসভা (হাউস অব রেপ্রিজেন্টেটিভ)। এবার সিনেটের মোট ১০০ আসনের মধ্যে ৩৭ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিসভায় মোট আসন সংখ্যা ৪৩৫, এতে সবগুলোই আসনেই নির্বাচন হচ্ছে।

এছাড়া কংগ্রেসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মোট ৩৭টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনও হচ্ছে।

প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রাট দল আশঙ্কা করছে, প্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠা হারাতে যাচ্ছে তারা। সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে।

রিপাবলিকানরা ওবামা প্রশাসনের অর্থনৈতিক ব্যর্থতা, বিপুল বেকারত্ব ইত্যাদি বিষয় সামনে এনে ভোট চাচ্ছেন। তবে নির্বাচনী প্রচারণা শেষ গেছে।

মধ্যবর্তী নির্বাচনের নিয়ম হচ্ছে, প্রতি দুই বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নভেম্বরের প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠান হওয়াই নিয়ম।

কয়েকটি অঙ্গরাজ্যের চিত্র:
নেভাডা: ডেমোক্রাটপ্রার্থী হ্যারি রিড টি পার্টির মুখোমুখি।
কেনটাকি: কট্টর রণশীল রিপাবলিকান প্রার্থী র‌্যান্ড পল ডেমোক্রাট জ্যাক কনওয়ের বিরুদ্ধে লড়ছেন।
ক্যালিফোর্নিয়া: হিউলেট-প্যাক্যার্ড-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কার্লি ফিওরিনা সিনেটর বারবারা কেলির বিরুদ্ধে লড়াই করছেন। এছাড়া গভর্নর পদে আর্নল্ড শোয়ার্জেনেগার স্থলাভিষিক্ত হওয়ার জন্য  লড়ছেন ডেমোক্রাটপ্রার্থী জেরি ব্রাউন ও রিপাবলিকানপ্রার্থী ধনকুবের ই-বে’র সাবেক প্রধান নির্বাহী মেগ হুইটম্যান।
পেনসিলভানিয়া: ডেমোক্রাটপ্রার্থী ক্যাথি ডালকেমপার প্রতিনিধিসভার লড়াইয়ে গাড়ি ব্যবসায়ী মাইক কেলির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন।

সমর্থকদের পাঠানো একটি ই-মেইলে ওবামা তার সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যবীমা সম্পর্কে বলেন, ‘আপনাদের কারণেই এখন আর কোনো মাকে ক্যান্সার চিকিৎসা ও ঋণ পরিশোধের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে না। ’ তিনি বলেন, ‘আপনাদের কারণেই আমরা ওয়ালস্ট্রিটের লাগাম ধরেছি। আপনারদের কারণেই আমাদের অর্থনীতি পুনরায় গতি পেয়েছে। ’

রিপাবলিকান দলের জাতীয় কমিটির চেয়ারম্যান মাইকেল স্টিল বলেন, ‘আমরা আমেরিকার লোকজনের সঙ্গে নতুন করে শুরুর করার আশা করছি। ’

ইতিহাসে দেখা গেছে, ১৯৩৮ সালের পর থেকে এ পর্যন্ত সব মধ্যবর্তী নির্বাচনেই প্রেসিডেন্টের দল খারাপ করেছে। তবে এর ব্যতিক্রম রয়েছে কেবল দুটি। বিল ক্লিনটনের দ্বিতীয় মেয়াদে ও জর্জ বুশের প্রথম মেয়াদে।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।