ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বুধবার সংবাদ সম্মেলনে কথা বলবেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
বুধবার সংবাদ সম্মেলনে কথা বলবেন ওবামা

ওয়াশিংটন: নির্বাচনের পরদিন বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সংবাদ সম্মেলনে কথা বলবেন। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।



ঐতিহাসিক মধ্যবর্তী নির্বাচনের পরদিনই এ আয়োজনের ঘোষণা এল। ধারণা করা হচ্ছে, মার্কিন কংগ্রেসের অন্তত একটি কে ওবামার ডেমোক্রাট দল সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে।

একটি বিবৃতিতে বলা হয়, গ্রিনিচ সময় ১৭০০টায় হোয়াইট হাউসের ইস্ট রুমে ওবামা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সর্বশেষ সংবাদ সম্মেলনে ওবামা যুক্তরাষ্ট্রের সমাজে ইসলামের ভূমিকা নিয়ে ও তার অর্থনৈতিক নীতি নিয়ে কথা বলেন।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।