ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ডাক সরবরাহ জব্দ করেছে গ্রীস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
ডাক সরবরাহ জব্দ করেছে গ্রীস

এথেন্স: একটি ডাক সরবরাহ জব্দ করেছে গ্রীস। ফ্রান্স, জার্মানি এবং ইতালির নেতা ও দূতাবাসের ঠিকানা লিখা এক ডজন ছোট পার্সেল বোমা আবিষ্কারের পর বুধবার এ সরবরাহ আটকে দেওয়া হয়।

 

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের ঠিকানা লিখা একটি মোড়ক মঙ্গলবার তার বার্লিন কার্যালয়ে পৌঁছে।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির ঠিকানায় পাঠানো আরেকটি এধরনের মোড়ক একটি কুরিয়ার সরবরাহকারী বিমানে পাওয়া যায়। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে ইতালিতে নামতে বাধ্য করা হয়।

ফ্রান্সের প্রেসিডেন্টের নামে একই ধরনের আরেকটি মোড়ক সোমবার এথেন্সের একটি প্রচারাভিযান থেকে উদ্ধার করা হয়। এতে কেউ গুরুতর আহত না হলেও এর সঙ্গে গ্রীক চরমপন্থীদের যোগাযোগ থাকতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা করছেন।

বিভিন্ন গন্তব্যস্থলে পাঠানো এসব পার্সেল মঙ্গলবার জব্দ করে ৪৮ ঘণ্টার জন্য আটকে রাখে গ্রীস ।

এক বিবৃতিতে পুলিশ বিভাগ থেকে মঙ্গলবার জানানো হয়, ‘পার্সেলগুলো আরও পরীক্ষার জন্য ৪৮ ঘন্টার জন্য আটকে রাখা হবে। ’

মার্কেলের কাছে পাঠানো পার্সেলটি ইউপিএস নামের কুরিয়ার কোম্পানি সরবরাহ করে এবং একজন কর্মচারী তা আবিষ্কার করে পুলিশে খবর দেন।

এদিকে টিএনটি কুরিয়ার প্রতিষ্ঠানের একটি বিমানে করে বারলুসকোনির ঠিকানায় পার্সেল পাঠানো হয়।

বিমানটি প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করলেও বোমা আবিষ্কারের পর এর গতিপথ পাল্টে ইতালির উত্তরাঞ্চলের বোলোগনাতে নামতে বাধ্য করা হয়। ইতালির এএনএসএ বার্তাসংস্থা এসব তথ্য প্রকাশ করে।

বিমানটি বন্দরের টার্মিনাল থেকে অনেক দূরে অবতরণ করে এবং পুরো বিমানটি খালাস করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে এসময় পুরো বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।  

বিমানে পার্সেলটি পাওয়ার পর বিশেষজ্ঞরা তা খুলতে গেলে এতে আগুন ধরে যায়। তবে দুই কিলোগ্রামের পার্সেলটি আকারের ছোট ছিলো এবং এতে বই ছিলো বলে ধারণা করা হচ্ছে।  

মঙ্গলবার সকালে এথেন্সের সুইস দূতাবাসের প্রবেশমুখে এধরনের আরেকটি যন্ত্র পাওয়া যায় এবং কর্মচারী তা পরীক্ষা করে দেখার সময় তাতে আগুন ধরে যায়। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এছাড়াও সোম ও মঙ্গলবার দিনের বিভিন্ন সময় জার্মানি, চিলি, বুলগেরিয়া, মেক্সিকো, ডাচ ও বেলজিয়ান দূতাবাসের ঠিকানায় পাঠানো এধরনের আরও পার্সেল আটক করা হয়।  

দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করাসহ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখার জন্য দূতাবাসগুলোকে বলা হয়েছে।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।