ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিশ মিনিটের মধ্যে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শ্রীনগর থেকে বিবিসি উর্দু বিভাগের সংবাদদাতা রিয়াজ মাসরুর জানিয়েছেন, ভোর পৌনে ৬টার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ভারত-পাকিস্তানের চলমান পরিস্থিতিতে দুদিন ধরেই বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকার মধ্য থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছিল।
এর আগে গত ৭ মে থেকে শ্রীনগর ও জম্মু বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ আছে।
শ্রীনগর বিমানবন্দরের কাছে দশটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছে ভারতীয় কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, জম্মু শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরইমধ্যে ওই অঞ্চলে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যের শিখদের পবিত্র শহর অমৃতসরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, ভারতের ‘অপারেশন সিঁদুর; এর পাল্টা জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ শুরু করেছে। বুনিয়ানুম মারসুস আরবি শব্দ। এর অর্থ সীসাঢালা প্রাচীর।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবেই শুক্রবার রাতে ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ অভিযান চালিয়েছে পাকিস্তানি বাহিনী। ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে ও শনিবার ভোরে ভারতের উত্তরের বারামুল্লা থেকে গুজরাতের ভুজ পর্যন্ত ২৬টি জায়গায় ড্রোন দেখা গেছে। নিরাপত্তার খাতিরে উত্তর এবং পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে পাকিস্তানের করাচির ফায়সাল হাইওয়েতে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
গুলিস্তাঁ-এ-জওহার এলাকার এক বাসিন্দা জুবেইর আশরাফ বিবিসিকে জানিয়েছেন, ভোরবেলা বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। আকাশে আলোর ঝলকানিও দেখতে পেয়েছেন তিনি। বিস্ফোরণের পরেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই তাদের বাড়ির আলো নিভিয়ে দেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও বৈসরন উপত্যকায় গুলিবর্ষণ করে ২৬ জন পর্যটককে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।
দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। এ অভিযানে ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। তবে ভারতের দাবি, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে।
এসএএইচ