ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে পাকিস্তানের হামলায় সরকারি কর্মকর্তাসহ নিহত ৫ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, মে ১০, ২০২৫
জম্মু-কাশ্মীরে পাকিস্তানের হামলায় সরকারি কর্মকর্তাসহ নিহত ৫  জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ব্ল্যাকআউট

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ ও জম্মু জেলায় পাকিস্তানের হামলায় শনিবার (১০ মে) ভোরে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপা ও তার দুই কর্মচারী হামলায় গুরুতর আহত হন।

একটি আর্টিলারি শেল তার সরকারি বাসভবনে আঘাত হানে। খবর পিটিআইয়ের।

তাদের দ্রুত রাজৌরি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে থাপা তার আঘাতের কারণে মারা যান বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডলে লেখেন, রাজৌরি থেকে এক মর্মান্তিক খবর এসেছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা আজ প্রাণ হারালেন। এই ভয়াবহ প্রাণহানিতে আমি শোকাহত ও বাকরুদ্ধ। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

এদিকে ভারতের অপারেশন সিঁদুরের বদলা হিসাবে পাকিস্তান অপারেশন বুনইয়ান-উন-মারসুস শুরু করেছে। ভারত আর পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে হামলা হয়েছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।