মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল প্রতিশ্রুতি দিয়েছেন, দেশটিতে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যেন কোনো প্রকার প্রতারণা, শোষণ বা নিয়োগ জালিয়াতি না হয়, তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও এ প্রতিশ্রুতি দিয়েছিলেন সাইফুদ্দিন নাসিউশন।
তিনি এক ফেসবুক পোস্টে জানান, ওই বৈঠকে বাংলাদেশি কর্মীদের ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এতে নীতিগত ও বাস্তবায়ন সংক্রান্ত নানা বিষয় উঠে এসেছে, যার মধ্যে অন্যতম হলো অভিবাসন খরচ কমানোর বিষয়ে সরকারের প্রধান অঙ্গীকার।
মালয়েশিয়ায় বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে সহজ ও কার্যকর করতে বাংলাদেশ যেভাবে সহযোগিতা করে যাচ্ছে তার জন্য সাইফুদ্দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকেও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
এদিকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে-এ এক পোস্টে জানায়, ড. আসিফ নজরুলের সফরের সময় দেশটির মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেয়ং বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ভাষ্যমতে, দুই পক্ষই একটি নিরাপদ, ন্যায্য ও অধিকার-সম্মত কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে কৌশলগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মালয়েশিয়াকে একটি নৈতিক শ্রম গন্তব্য হিসেবে গড়ে তুলতে মন্ত্রী সিম আবারও নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এতে বিদেশি শ্রমিকরা সামাজিক সুরক্ষা, কল্যাণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ পাবেন — যা মালয়েশিয়ার মাদানি নীতির মানবতা, ন্যায়বিচার ও কল্যাণের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সূত্র: মালয় মেইল
এমএম