ইউক্রেনের একটি সীমান্ত অঞ্চলে প্রশিক্ষণ কার্যক্রমে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় সেনার প্রাণ গেছে। ১০ জনেরও বেশি সেনা এই ঘটনায় আহত হয়েছেন।
এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, তারা ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে একটি প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ওই হামলায় ৭০ জন পর্যন্ত নিহত হতে পারে।
ওই সীমান্ত অঞ্চল যুদ্ধে বারবার রুশ গোলাবর্ষণের শিকার হয়েছে। এই অঞ্চল থেকেই ইউক্রেনের সেনারা রাশিয়ার পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলের একটি অংশে মাসব্যাপী অভিযান চালায় এবং তা কিছু সময়ের জন্য দখলে রাখে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর ভাষ্য, ওই অভিযানের লক্ষ্য ছিল ওই সীমান্ত অঞ্চলকে সুরক্ষিত রাখতে একটি বাফার জোন বা সুরক্ষাবলয় তৈরি করা। তবে এই অভিযানে ব্যাপক সেনা হতাহতের অভিযোগও উঠেছে।
ক্রেমলিন জানায়, ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দেওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো কুরস্ক অঞ্চলে সফর করেছেন। সফরকালে তিনি স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পুতিন ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইনের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তিনি ওই অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও পরিদর্শন করেন।
আরএইচ