ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভোটাররা হতাশাগ্রস্ত: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০
যুক্তরাষ্ট্রের ভোটাররা হতাশাগ্রস্ত: ওবামা

ওয়াশিংটন: মধ্যবর্তী নির্বাচনে হেরে যাওয়ার পর এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অর্থনৈতিক পুনরুদ্ধারে ধীরগতির কারণে যুক্তরাষ্ট্রের ভোটাররা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। খবর বিবিসি’র।



রিপাবলিকানরা নতুন করে প্রতিনিধিসভার ৬০টি আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্রাটদের কাছ থেকে। সিনেটে (উচ্চকক্ষ) আসন হারিয়েও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ওবামা প্রশাসনের।

ওবামা প্রশাসন এখন রিপাবলিকানদের সঙ্গে সবার জন্য গ্রহণীয় বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ়ত ব্যক্ত করেছে।

ওবামা এ প্রসঙ্গে বলেন, ‘আমি উপদেশ দিচ্ছি না যে এটা খুব সহজ হবে। ভোটারদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দুই দলেরই চাকরি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ গঠনের বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করা উচিত। ’

তিনি বলেন, ‘আমি ছল করছি না। তবে আমাদের মধ্যে যতো মতপার্থক্যই থাক, আমরা সেতুবন্ধন রচনা করতে সফল হবো। আর এটাও সত্য যে, রিপাবলিকান দলের সাহায্য ছাড়া কোনো পদেক্ষেপ সফল হওয়া খুবই কষ্টসাধ্য। ’

ওবামা আরও বলেন, ‘গতকালের (মঙ্গলবারের) নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে যে, গত দু’বছর আমরা যে উন্নয়নমূলক কাজ করেছি তা সবার মনে দাগ কাটতে পারেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এ দায়ভার আমি নিলাম। ’

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।