ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণ

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, জুন ১৯, ২০২৫
জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণ

ইরানের আরেক দফার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিমান সতর্কতা জারি করা হয়েছে এবং জেরুজালেম ও তেল আবিব শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের মধ্যে অন্তত চারটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

তবে এর বেশি বিস্তারিত এখনো জানা যায়নি।

সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর, ইসরায়েলের দক্ষিণের বেয়ার শেভায় অবস্থিত সোরোকা হাসপাতালে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া।

তেল আবিব, পূর্বের রামাত গ্যান এবং দক্ষিণের হোলোন শহরেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।