ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, জুন ২১, ২০২৫
কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের  সাঈদ ইজাদি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইরানের কুদস ফোর্সের অধীন ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাঈদ ইজাদি-কে ইসরায়েল কুম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে হত্যা করেছে।

এর আগে জানানো হয়েছিল, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে অবস্থিত কুম শহরে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, ওই কিশোর ও ইজাদি একই হামলায় নিহত হয়েছেন কিনা।

ইজাদির মৃত্যুর ঘোষণা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইজাদি ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের আগে হামাসকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছিলেন।

তিনি আরও বলেন, (ইজাদির হত্যাকাণ্ড) ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল সাফল্য— নিহত ও অপহৃতদের জন্য ন্যায়বিচার। ইসরায়েলের লম্বা হাত তার সব শত্রুর কাছে পৌঁছে যাবে।

সূত্র: আল জজিরা

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ