ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

সংঘাত শেষ করতে চান ট্রাম্প, কথা বলবেন নেতানিয়াহুর সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৮, জুন ২৪, ২০২৫
সংঘাত শেষ করতে চান ট্রাম্প, কথা বলবেন নেতানিয়াহুর সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা হামলার পর যুদ্ধ শেষ করতে চান। তিনি এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে, যা হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত হয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, আমরা সমঝোতা চাই, আর আমরা আর কোনো যুদ্ধ চাই না।  

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অনুরোধ করেছে, তারা যেন ইরানকে জানায়—ইসরায়েল চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায়।  

পত্রিকাটি বলছে, ইসরায়েল এখনো ইরানে হামলা চালাচ্ছে, তবে যুদ্ধ থামাতে আগ্রহী। অন্যদিকে ইরান কঠিন সিদ্ধান্তের মুখে। তারা ভাবছে, যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলা করবে নাকি আলোচনায় ফিরে গিয়ে কিছু ছাড় দেবে।

ইসরায়েলি কর্মকর্তারা আশা করছেন, মার্কিন ও ইসরায়েলের হামলা ইরানকে আলোচনায় ফেরাবে এবং তারা অবশেষে পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে। তবে যদি পুনরায় কর্মসূচি চালানোর চেষ্টা করে, তাহলে ইসরায়েল আবার বিমান হামলা চালাবে।

গত ১৩ জুন প্রথমে ইরানে হামলা চালায় ইসরায়েল। পরে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয়। সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।  

এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সবশেষ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যদিও এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ