ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, জুলাই ৫, ২০২৫
টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত অন্তত ১৩ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল থেকে ভারী বৃষ্টিপাতে গুয়াডালুপ নদীর তীরে ভয়াবহ বন্যায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া শিশু।

স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, টেক্সাসের হান্টে নদীর তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্পের অন্তত ২০ জন মেয়ে বন্যায় নিখোঁজ হয়েছে।

কর্মকর্তারা জানান, ১৪টি হেলিকপ্টার ও গ্রাউন্ড ক্রু ব্যবহার করে শত শত কর্মী আটকা পড়া মানুষদের সন্ধান করছেন। বন্যায় রাস্তা তলিয়ে যাওয়ায় তাদের সন্ধান করতে হিমশিম খেতে হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক ফ্রিম্যান এফ মার্টিন বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। এতে ব্যাপক হতাহত হতে পারে।  

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।