ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

আফগানিস্তান: আফগানিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি বাজারে শনিবার আত্মঘাতী হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে এতথ্য জানগেছে।



হামলায় ফারাব প্রদেশের কাউন্সিলর মোল্লা রহমতুল্লাহ তুর্কিস্তানিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে পুলিশ প্রধান খলিল আন্দারাবি জানিয়েছেন।

আন্দারাবি বলেন, তুর্কিস্তানি বিস্ফোরণে আহত হয়েছেন।

এদিকে প্রতক্ষ্যদর্শীরা পুলিশকে জানিয়েছে, হামলাকারী কিশোর একটি বই হাতে বাজারে হাটাহাটি করছিলেন।

আন্দারাবি জানান, সম্ভবত সে তুর্কিস্তানির জন্য অপেক্ষা করছিলেন। তুর্কিস্তানি বাজারে পৌঁছালে হামলাকারী তার দিকে এগিয়ে যায় এবং বিস্ফোরণ ঘটায়।

হামলায় একজন পুলিশ সদস্য ও ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আরও ৩০ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে একে ইসলাম বিরোধী হামলা বলে অভিহিত করেছেন।  

ন্যাটো বাহিনীর ৬১৫ জন সদস্য এ বছর বিভিন্ন হামলায় নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।