ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে মৃদু ভূমিকম্প: আহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

তেহরান: ইরানের পশ্চিমাঞ্চলীয় দোরুদ শহরে শনিবার সকালে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। দেশটির সরকারি টেলিভিশনে এ সংবাদ জানানো  হয়।



ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে বহু বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

আহতদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের  সাধারণ চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

ইরান ভূমিকম্প উপদ্রুত এলাকার একটি। এখানে প্রতিদিন গড়ে কমপক্ষে একটি মৃদু ভূমিকম্প হয়। ২০০৩ সালে ইরানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২৬ হাজার মানুষ নিহত হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।