ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৫০ হাজার চাকরির সুযোগ পেলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০
৫০ হাজার চাকরির সুযোগ পেলেন ওবামা

মুম্বাই: মার্কিন জনগণের জন্য প্রায় ৫০ হাজার চাকরির সুযোগ তৈরি করতে যাচ্ছেন ওবামা। এ জন্য তাকে ভারতের সঙ্গে সম্ভাব্য ২০টি চুক্তিতে সই করতে হবে।

চুক্তিগুলোর অর্থমূল্য প্রায় এক হাজার কোটি মার্কিন ডলার।

বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান বোয়িং ভারতের স্পাইস জেটের কাছ থেকে ৩৩টি ৭৩৭ মডেলের বিমান সরবরাহ করার অর্ডার পেয়েছে। ২৭০ কোটি ডলার অর্থমূল্যের এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের ১২ হাজার চাকরি সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া বিখ্যাত জেনারেল ইলিকট্রিক কোম্পানি হালকা যুদ্ধবিমান (এলসিএ)-এর ৪১৪টি ইঞ্জিন সরবরাহের অর্ডার পেতে পারে। ৮০ কোটি ডলার মূল্যের এই চুক্তির মাধ্যমে ৪৪ হাজার চাকরির সুযোগ সৃষ্টি হবে।

দুই দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও মন্ত্রী-আমলা নয়াদিল্লিতে আলোচনায় বসবেন। এতে মনমোহন সিং ও বারাক ওবামা উপস্থিত থাকবেন।

বারাক ওবামা ভারতের বাজারে মার্কিন পণ্য রপ্তানির পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার পরিকল্পনা করছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।