ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের আহবান ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
ভারত-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের আহবান ওবামার

মুম্বাই: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবদমান সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন।

তিনি বলেন, আমি আশা করি দিন দিন দুদেশের মধ্যে আস্থা বাড়বে।

তিনি আরও বলেন, শুধু কম বিরোধপূর্ণ বিষয়ই নয়, অধিক বিরোধপূর্ণ বিষয়েও তাদের মধ্যে আলোচনা হবে।

আমি জানি ভারতের জন্য পাকিস্তান সবচেয়ে বড় ঝুঁকিতে আছে। পাকিস্তানে স্থিতিশীলতা আসলে ভারতের জন্য ভালো হবে।

দক্ষিণ মুম্বাইয়ের সেন্ট জিয়াভিয়ারস কলেজের শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে ওবামা এসব কথা বলেন।

চার দিনে ভারত সফরের দ্বিতীয় দিনে ওবামা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। পরে বিকালে তিনি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন।


বাংলাদেশ সময়: ১৭৫৫ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।