ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুচিকে মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

মুম্বাই: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারের গৃহবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির মুক্তির আহবান জানিয়েছেন। পাশাপাশি তিনি ২০ বছর পর অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার সমালোচনা করেছেন।



ভারত সফরের দ্বিতীয় দিনে রোববার মুম্বাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান ওবামা। এসময় তিনি এ আহবান জানান।

মুম্বাই থেকে দেওয়া এক বিবৃতিতে  ওবামা উল্লেখ করেন, অং সান সুচিসহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্ত দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আবারও আহবান জানাচ্ছি। আশা করি সকল রাজবন্দিদের কোনো শর্ত ছাড়াই খুব শিগগিরই মুক্তি দেওযা হবে।

এসময় তিনি মিয়ানমারের সাবেক নাম ‘বার্মা’র উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে বার্মার জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।  

নোবেল বিজয়ী অং সান সুচি দীর্ঘদিন ধরে গৃহবন্দি দশায় কাটাচ্ছে। যদি সামরিক জান্তা নির্বাচনের পর সুচিকে মুক্তি দেওযার কথা বলেছে। ১৯৯০ সালে নির্বাচনে বিজয়ের পরও সামরিক জান্তা তাকে ক্ষমতা গ্রহণ করতে দেয়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।