ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানালেন মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
দিল্লি বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানালেন মনমোহন

নয়াদিল্লি: চারদিনের ভারত সফরের অংশ হিসেবে রোববার বিকালে দিল্লি পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসময় দিল্লি বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ওবামাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান।



এয়ার ফোর্স ওয়ান নামের বিমানটি মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বারাক ও মিশেল ওবামা ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে স্থানীয় সময় বিকাল তিনটা ১৯ মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নেমে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে করমর্দন করার পর তাকে জড়িয়ে ধরেন এবং তার স্ত্রী গুরশাহারান কাওরের চিবুকে চুমু খান। মিশেল ওবামাও একইভাবে দুজনের সঙ্গে সৌহাদ্য বিনিময় করেন।

পরে উপস্থিত মন্ত্রীদের সঙ্গে ওবামাকে পরিচয় করিয়ে দেন মনমোহন সিং।

এর আগে শনিবার দুপুরে ওবামা ভারতে আসেন। ওইদিন দুপুর ১টার কিছু আগে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান অবতরণ করে। ১০ দিনব্যাপী এশিয়ার সফরে তিনি চারদিন ভারতে অবস্থান করবেন।

ভারত সফরের প্রথম দিনে তিনি মুম্বাইয়ের তাজ হোটেলে রাত যাপন করেন।

দিল্লিতে সফরের অংশ হিসেবে মনমোহন সিং এর সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক নিরাপত্তা এবং বিশুদ্ধ জ্বালানি নিয়ে বৈঠক করবেন ওবামা। আলোচনার পর সোমবার এ বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।  

দিল্লিতে দু’দিনের সফরে কর্মব্যস্ত সময় পার করবেন ওবামা। এর মধ্যেই তাকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।

এছাড়াও তিনি রাজঘাট এবং হুমায়ুনের মাজার পরিদর্শন করবেন এবং মনমোহন সিং এর সঙ্গে বৈঠকসহ সংসদে বক্তৃতা করবেন।

ওবামার দিল্লি আগমন উপলক্ষ্যে শহরটিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

একইসঙ্গে আইটিসি মাওরিয়া হোটেলে ওবামার অবস্থান উপলক্ষ্যে হোটেলের ভিতর ও চারপাশে প্রায় ২ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর কর্মী নিয়োগ দেওয়া হয়।

তবে হোটেল ছাড়াও হুমায়ুনের মাজার এবং রাজঘাটে নিরাপত্তার অংশ হিসেবে দর্শনার্থীদের আগমন বন্ধ করে দেওয়া হয়। ওবামার আগমন পথের বাড়ির ছাদগুলোতে নিরাপত্তা কর্মীরা কঠোর পাহারা দিচ্ছেন বলে কর্মকর্তারা জানান।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।