ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিনিদের জন্য কর্মসংস্থান ও বাজারের সন্ধানে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
মার্কিনিদের জন্য কর্মসংস্থান ও বাজারের সন্ধানে ওবামা

ইয়োকোহামা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ার নেতাদের কাছে শনিবার ক্রমবর্ধমান বাজারে প্রবেশের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রশান্ত মহাসাগরীয় এলাকার বাণিজ্য অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অগ্রগতি সম্পর্কিত বলেও শনিবার উল্লেখ করেন তিনি।



এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরামের (এপেক) সম্মেলনে জড়ো হওয়া প্রধান নির্বাহীদের উদ্দেশ্যে ওবামা বলেন, ‘এশিয়াতে যুক্তরাষ্ট্র আবারও নেতৃত্ব দিচ্ছে। ’

আগামী পাঁচ বছরের মধ্যে মার্কিন রপ্তানির পরিমাণ দ্বিগুণ করার ল্েযর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য এটা কর্মসংস্থানের একটি কৌশল। বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান বাজার হিসেবে এ এলাকায় রপ্তানি বাড়ানোর বিশাল সুযোগ আছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে। ’

জাপানে সম্মেলনের প্রথম দিনে ওবামা এ বক্তৃতা দেন। এর আগে সিউলে জি-২০ সম্মেলনে চীনের মুদ্রাব্যবস্থার ওপর কঠোর নীতি আরোপে আন্তর্জাতিক নেতাদের সমর্থন লাভে ব্যর্থ হন তিনি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দণি কোরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী মুক্ত-বাণিজ্য চুক্তি করতেও ব্যর্থ হন ওবামা।

তবে সিইওদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি তার ১০ দিনের এশিয়া সফরের অগ্রগতির ওপরই জোর দেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই বিদেশে তার প্রথম সবচেয়ে দীর্ঘ সফর।

তিনি বলেন, ‘এ সফরে আমরা আমাদের রপ্তানি ল্েযর েেত্র অনেক অগ্রগতি অর্জন করেছি। ’

তবে এখনও আরও অনেক কাজ বাকি উল্লেখ করে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের বাণিজ্যের বিস্তৃতি ঘটাতে চায়। যদিও গত পাঁচ বছরে ওই এলাকায় আমাদের রপ্তানির পরিমাণ ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কারণে আমাদের সার্বিক বাণিজ্য অংশীদারিত্বের পরিমাণ কমেছে। ’    

এ সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এ অবস্থা পরিবর্তন করতে চাই। আমরা ক্রমবর্ধমান এ বাজারে আমাদের পণ্য বিক্রির সুযোগ হারাতে চাইনা। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অবস্থান করবে এবং আপনাদের সাফল্যে আমরা বিনিয়োগ করবো। ’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের কাছে পরাজয়ের পর পরই এশিয়া সফর শুরু করেন ওবামা। জাপানে আয়োজিত এপেক ফোরামের মধ্য দিয়ে ১০ দিনের এশিয়া সফর শেষ করবেন তিনি।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩২ ঘন্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।